জামালপুরে ট্রাকে ট্রেনের ধাক্কা, আহত ৪
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারাকান্দি থেকে ছেড়ে আসে নাছিরাবাদ এক্সপ্রেস। ভোরে সরাষাবাড়ির তালুকদার বাড়ি রেলক্রসিংয়ে সার বোঝাই ট্রাক লেভেল ক্রসিংয়ে উঠে পরে। এসময় ট্রেনটি সজোরে ধাক্কা দিলে ট্রাক উল্টে যায়। দুমড়ে-মুষড়ে দুই ভাগ হয়েছে গেছে ট্রাকটি। দুর্ঘটনার সময় ট্রাককে প্রায় দুইশ মিটার নিয়ে যায় লোকোমোটিভটি। একপর্যায়ে পাশের খাদে পড়ে যায় ট্রাক।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ইঞ্জিন এনে ট্রাকটি সরানো হয়েছে।
এমকে/এসএস//