ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

নওগাঁয় ভুয়া সাংবাদিকের চাঁদাবাজির দৌরাত্ম্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার | আপডেট: ১১:৪১ এএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

নওগাঁয় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে কাজী নূরনবী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছেন। 

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, নিজেকে বাংলাদেশ প্রেসক্লাব নামে একটি সংগঠনের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচয়ে দিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন কাজী নূরনবী। আর তাকে সহায়তা করছেন ভুয়া ও ভূঁইফোঁড় কিছু পত্রিকা ও অনলাইনের নামধারী অসাধু সাংবাদিক নামধারী ব্যক্তি। 

খোঁজ নিয়ে জানা গেছে, কাজী নূরনবী নওগাঁ জেলার মাদারমোল্লা গ্রামের বাসিন্দা। তার বিগত ১৫ বছর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যতা ছিল। তিনি তাদের বিভিন্ন অপকর্ম ও দুর্নীতির দোসর ছিল। জুলাই আন্দোলনের সময় ছাত্র ও জনতার উপর আক্রমণ এবং হত্যাচেষ্টার অভিযোগে নওগাঁ সদর থানায় দায়ের করা মামলায় আসামী তিনি।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের ছাত্রদমন পরিকল্পনার অংশ হিসেবে দলীয় কর্মীদের সঙ্গে তিনি এ ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। মামলা দায়েরের পর থেকেই তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। তবে বর্তমানে কাজী নূরনবী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছেন। 

এ বিষয়ে নওগাঁ সদর থানার এস আই মনির হোসেন বলেন, নূরনবীর নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। থানার এজাহারে আসামি পলাতক রয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এছাড়া কাজী নূরনবীর সম্প্রতি চাঁদাবাজির বিষয়ে তিনি অবগত নন বলেও জানান। তবে খোঁজ নিয়ে এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এসএস//