ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৫ এএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩০ এএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

সাভারে দুটি বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের চারজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

বুধবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকা এ দুর্ঘটনা ঘটে। 

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নিহত চারজন একই পরিবারের বলে জানা গেছে। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও  শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল জানান, রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও চলন্ত দুই বাসে সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।

তিনি আরও জানান, বাসের যাত্রীরা বাস থেকে নেমে যান। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়। আর আহত অনেককেই স্থানীয়রা হাসপাতালে পৌঁছে দেন।

এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখি লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ওই বাস থেকে আরেকটি একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সে থাকা চার জনের মৃত্যু বিষয় জানতে পেরেছি। আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।

এএইচ