ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৪ এএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ সামরিক বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়। বিস্ফোরণের আগুন ধরে যায় বহুতল একটি ভবনে। পুড়ে যায় বেশ কয়েকটি গাড়িও।
আবাসিক এলাকায় হামলাকে ভয়াবহ নিষ্ঠুরতা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘শহরে বোমা হামলার চেয়ে নৃশংস আর কিছু নেই, সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এই হামলা চালানো হয়েছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ সেই আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে এবং অন্যান্য সহযোগী দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র ও অন্যান্য সহায়তা সরবরাহের কাজে নেতৃত্ব দিচ্ছে।
এসএস//