ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

এনআরবিসি ব্যাংকের আট উদ্যোক্তাকে তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১ পিএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

অবৈধভাবে ব্যাংকের শেয়ার হস্তান্তরের অভিযোগে এনআরবিসি ব্যাংকের ৮ জন উদ্যোক্তাকে তলব করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)।

তদন্তের অংশ হিসেবে ব্যাংকের আট উদ্যোক্তাকে ১৩ জানুয়ারি বিএসইসিতে হাজির হতে বলা হয়েছে। মঙ্গলবার তাঁদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

২০২৩ সালে অনৈতিক উপায়ে এনআরবিসি ব্যাংকের বাজেয়াপ্তযোগ্য ৫ দশমিক ৬৭ শতাংশ শেয়ার চেয়ারম্যান পারভেজ তমাল ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আদনান ইমামের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে হস্তান্তর করা হয়। বিষয়টি নিয়ে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

তবে বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

৮ উদ্যোক্তা হলেন- ব্যাংকটির উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী, উদ্যোক্তা-ড. তৌফিক রহমান চৌধুরী, মোহাম্মদ এনায়েত হোসেন, সারওয়ার জামান চৌধুরী, ইজহারুল ইসলাম হালদার, শওকত আলী, তোহেল আহমেদ ও সেলিনা ইসলাম।

এর গত ১৭ ডিসেম্বর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত পরিচালক মুহাম্মদ জিয়াউর রহমান, সহকারী পরিচালক মেহেদী হাসান রনি ও মো. হাছান। তাঁদের ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

জানা গেছে, মানি লন্ডারিংয়ের অপরাধে ২০১৬ সালের নভেম্বরে এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা এবিএম আব্দুল মান্নানের ৪ কোটি ৭০ লাখ ১ হাজার ৮৮৬টি শেয়ার বাজেয়াপ্ত করে বাংলাদেশ ব্যাংক, যা ওই সময়ে ব্যাংকটির মোট শেয়ারের ৫ দশমিক ৬৭ শতাংশ। এরমধ্যে উদ্যোক্তা শেয়ার ছিল ৪ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৫১১টি। এই উদ্যোক্তা শেয়ারের মধ্যে ২০২৩ সালের ৩১ অক্টোবর ব্যাংকের বর্তমান চেয়ারম্যান পারভেজ তমালের ব্যবসায়িক পার্টনার ও আত্মীয় শফিকুল আলম মিথুনের নামে ১ কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৯৯২টি শেয়ার ব্লক মার্কেটে বিক্রয়ের মাধ্যমে হস্তান্তর করা হয়। 

একইভাবে ১ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ৯০৪টি শেয়ার ব্যাংকটির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আদনান ইমামের স্ত্রী নাদিয়া মোমিন ইমামের নামে এবং ১ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ৬১৫টি শেয়ার মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান শহীদুল আহসানের মেয়ে রেহনুমা আহসানের নামে হস্তান্তর করা হয়। 

এসব শেয়ারে বিনিয়োগ অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে যোগান দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

এএইচ