ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২৯ পিএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন। পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত সাবেক এই কূটনীতিক ঢাকায় দায়িত্ব পালন করবেন।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

ট্রেসি অ্যান জ্যাকবসন আগামী শনিবার থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএতে) হিসেবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি বুধবার ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।

পিটার হাস অবসরে যাওয়ার পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদটি ছয় মাস ধরে শূন্য রয়েছে।  এমতাবস্থায় দেশটি আজ বৃহস্পতিবার বাংলাদেশে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

ট্রেসি অ্যান জ্যাকবসন এর আগে মার্কিন পররাষ্ট্র বিভাগের নিকট-প্রাচ্য বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা ও তাজিকিস্তান, তুর্কমিনিস্তান এবং কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

জানা গেছে, ট্রেসি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের গ্রহণের পর মেগান বোল্ডিন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে উপপ্রধান হিসেবে তার পূর্বের দায়িত্বে ফিরে যাবেন।

প্রসঙ্গত, পিটার হাস গত বছর জুলাই মাসে অবসরে যান। এর আগে গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জোর বাইডেন বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে নিয়োগ দেন। তাঁর নিয়োগের ওপর দেশটির সিনেটের অনুমোদন অনিষ্পন্ন থাকায় তিনি গত আট মাসেও দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসছেন না ডেভিড মিলি।

এএইচ