ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

শাকিবের আস্থার প্রতিদান দিলেন সাব্বির, ঢাকার সংগ্রহ ১৭৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে অবিক্রীত থাকলেও এবার সাব্বির রহমানকে কিনে নেয় ঢাকা ক্যাপিটালস। শোনা যায়, দলটির মালিক শাকিব খানের আগ্রহেই দল পান সাব্বির। ‘শৃঙ্খলাজনিত’ কারণে বিপিএলের ঢাকা পর্বে একাদশে জায়গা না পেলেও সিলেট পর্বে সুযোগ পান জাতীয় দলে খেলা এই ক্রিকেটার। প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও আজ দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন সাব্বির।

আজ পঞ্চম ম্যাচে জয়ের খোঁজে প্রতিপক্ষ চিটাগাং কিংসকে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা। আজ সিলেটে অপরাজিত ৮২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং লক্ষ্য এনে দিয়েছেন সাব্বির রহমান।

দুঃসময় পাড়ি দেওয়া ঢাকার ইনিংসের শুরুটা আজও ভালো ছিল না। দলীয় ৫ রানে যে ঢাকাকে বিপদে রেখে যান ওপেনার জেসন রয় (১)। তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এক প্রান্ত আগলে রেখে দলের রান বাড়ানোর কাজটা করে যাচ্ছিলেন।

তাকে ছোট ছোট জুটি গড়তে সঙ্গ দিলেও নামের পাশে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি দুই ব্যাটার স্টিফেন এসকিনাজি (৫) ও শাহাদাত হোসেন দিপু (৯)। চতুর্থ উইকেটে অবশ্য দারুণ সঙ্গ পান তানজিদ তামিম। তার সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে ঢাকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন সাব্বির রহমান। বাঁহাতি ওপেনার ৫৪ রানে ফিরলেও সাব্বিরের ব্যাট ঠিকই হাসছিল।

চিটাগাং কিংসের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে মাঠের চতুর্দিকে বলকে আছড়ে ফেলছিলেন তিনি। ৩৩ বলে ৮২ রানের ইনিংসটি তাই প্রমাণ করে। ২৪৮.৪৮ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৩ চার ও ৯ ছক্কায়। সাব্বিরের এমন রুদ্রমূর্তির দিনে আজ ঢাকার জয় ভাগ্য আসে কিনা সেটাই এখন দেখার বিষয়।

এমবি