শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সোহেল, সদস্য সচিব মাসুদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার
পূর্বের কমিটি বিলুপ্ত করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সদস্য সচিব হয়েছেন ড. মো. মাসুদ খান রানা। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নওসের আলী। একইসঙ্গে ৯টি অঞ্চলের ৯ জন যুগ্ম আহ্বায়কও নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা কলেজ অডিটরিয়মে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন-এর এক বিশেষ জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা ক্যাডারের সদস্যদের কণ্ঠভোটে এই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। তারা এক বছর দায়িত্ব পালন করবেন।
নব গঠিত কমিটির আহ্বায়ক বলেন, আমাদের ক্যাডারের স্বার্থে লড়াই করতে গিয়ে কেউ যেনো নিগ্রহের শিকার না হন। চাকরির বিধান মেনে ফেসবুকে লেখালেখি ও প্রতিবাদ চালিয়ে যেতে হবে।
প্রসঙ্গত, প্রায় ১৬ হাজার বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তার সমন্বয়ে বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে।
এমবি//