ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বেড়া নির্মাণ চেষ্টার পর এবার গুলি ছুঁড়ল বিএসএফ, বাংলাদেশি আহত

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০৫:২০ পিএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার

বিজিবিকে কোনো কিছু না জানিয়ে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের শূণ্য লাইনে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি এবং স্থানীয় জনগণের তীব্র প্রতিবাদের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত শহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শুক্রবার হঠাৎ করে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

দহগ্রামের ক্লাবপাড়া এলাকার শূণ্য রেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা দেশটির নাগরিকদের সহায়তায় এই বেড়া নির্মাণ শুরু করে।

খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে তীব্র প্রতিবাদ জানান ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের সদস্যরা। পরে বাধ্য হয়ে নির্মাণ কাজ বন্ধ করে অভ্যন্তরে চলে যায় বিএসএফ সদস্য এবং ভারতীয় নাগরিকরা।

বিজিবির কেউ এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি। তবে এখন স্বাভাবিক রয়েছে সীমান্তের পরিবেশ।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে বেড়া নির্মাণ চেষ্টার পর এবার গুলি ছুঁড়েছে বিএসএফ। এতে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
 
শনিবার ভোর ৬ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

স্বজনরা জানান, সীমান্তে ড্রেজারে মাটি কাটা হচ্ছিল। সেখানে অন্যদের সাথে ট্রলিতে করে মাটি আনতে গিয়েছিল শহিদুল। এসময় বিএসএফ তাদেরকে উদ্দেশ্য করে গুলি চালায়।

এএইচ