ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মিদের মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার

চাকরি স্থায়ীকরণসহ নানা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। এসময় সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

শনিবার (১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। 

এসময় রাজধানীসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতরা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, এই বাংলাদেশে আউটসোর্সিং একটা দাস প্রথায় পরিণত হয়েছে। এই দাসপ্রথা উচ্ছেদ করে অবিলম্বে সরকারের কাছে চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা।

তাদের দাবি, আউটসোর্সিংয়ে কর্মরত আর কাউকে চাকরিচ্যুত করা যাবে না; একইসাথে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহল করতে হবে। স্থায়ী পদে অস্থায়ী নিয়োগ বন্ধেরও আহ্বান জানান তারা।

এছাড়া টেন্ডারের জটিলতা নিরসন, অনিয়ম দুর্নীতি বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবি করেন আউটসোর্সিং কর্মচারীরা। 

অবিলম্বে এসব দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এএইচ