ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

বোলিং করতে পারবেন না, তাই বাদ সাকিব 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২১ পিএম, ১২ জানুয়ারি ২০২৫ রবিবার

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা সাকিব গত বছর প্রকাশ করেছিলেন। সাকিব আইসিসির ইভেন্টটিতে থাকবেন কি না, সেটা নিয়ে আলোচনাও চলছিল কিছুদিন। শেষ পর্যন্ত বাংলাদেশের তারকা অলরাউন্ডার জায়গাই পাননি চ্যাম্পিয়নস ট্রফির দলে।

২০২৪ সাল থেকেই সাকিবের সময়টা ভালো যাচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের আগস্টের পর থেকে তিনি অনিয়মিত। এরই মধ্যে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে তাঁর বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। পরবর্তীতে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়, চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্স-দু্ই জায়গাতে বোলিং শোধরানোর পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল শনিবার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে।

চ্যাম্পিয়নস ট্রফির দলে রোববার (১২ জানুয়ারি) যখন সাকিবের জায়গা হলো না, তখন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও সাকিবের বোলিং অ্যাকশনে ফেল করার কথা উল্লেখ করেছেন।

বিসিবির প্রধান নির্বাচক বলেন,আপনারা সবাই জানেন, সাকিব তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যায় আছেন সেটার থেকে উত্তরণের জন্য পরীক্ষা দিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে পরীক্ষার ফল বাজে হওয়ার কারণে তিনি ক্রিকেটে একজন ব্যাটার হিসেবেই খেলতে পারবেন। তাই নির্বাচন প্রক্রিয়ায় আমার কাছে সাকিবের অবস্থান ছিল ব্যাটার সাকিব এবং আমাদের এই দলে আসলে দলের কম্বিনেশন সাজাতে গিয়ে ব্যাটার হিসেবে ১৫ জনের দলে জায়গা দিতে পারিনি।

এসএস//