পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ স্বামীর
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার
মৌলভীবাজারের কমলগঞ্জে অন্য পুরুষের সাথে গোপন সম্পর্কের সন্দেহে নিজের স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পন করেছেন এক পাষণ্ড স্বামী।
রোববার এ ঘটনাটি ঘটে উপজেলার আলেপুর গ্রামে। পুলিশ তাকে আটক দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্সের দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম (৩০) তার শ্বশুরবাড়ি একই উপজেলার আলেপুরে থাকতেন। সম্প্রতি তিনি এক ছেলের সাথে তার স্ত্রীর গোপন সম্পর্কের খবর পেয়ে রোববার সেখানে যান।
ওসি আরও জানান, এ সময় স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গলায় ওড়না পেছিয়ে স্ত্রী মনোয়ারাকে হত্যা করেন তিনি। হত্যার পর রোববার বিকেলে থানায় এসে আত্মসমর্পণ করে দায় স্বীকার করেন আজাদ বক্স। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এএইচ