ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের কর্মীকে হত্যা, গ্রেপ্তার ৪

মিরসরাই সংবাদদাতা

প্রকাশিত : ০১:১২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার

চট্টগ্রামের মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাহেদ হোসেন মুন্না (২০) নামে এক যুবদলের কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় ওই রাতেই নিহতের পরিবার বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা দায়ের করে। রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৪ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান (৩৭), মো. নাজমুস সাকিব মারুফ (২২), মো. শাহ আলম (৪৭), মো. আরমান (২৬)।

হামলার পর থেকে মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। মেলার দোকানপাট বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়। 

পরবর্তীতে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের বাড়ি এবং তার অনুসারীদের ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে জাহেদ হোসেন মুন্না নামের এক যুবদল কর্মী নিহত হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, নিহতের ঘটনায় ১১ জনের নামে হত্যা মামলা হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানসহ ৪ জনকে গ্রেফতার করে আদালাতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এএইচ