ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল, সম্পাদক তানভীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন 'দৈনিক জনকণ্ঠ'-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন 'দৈনিক ভোরের কাগজ'-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর ইবনে মোবারক৷

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুলতানা আক্তার। 

নতুন কার্যকরী কমিটিতে সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান (বার্তা ২৪), যুগ্ম-সম্পাদক রাহাত চৌধুরী (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ ওসমান সরদার (দৈনিক যায়যায়দিন), দপ্তর সম্পাদক এস এম তাওহীদ (বাংলা ট্রিবিউন), গ্রন্থগার ও প্রকাশনা সম্পাদক মো: শাহরিয়ার আলম (দৈনিক খোলা কাগজ) এবং কার্যকরী সদস্য পদে মো: আহসান হাবীব (একুশে টিভি) ও মো: রবিউল ইসলাম (ঢাকা টাইমস টুয়েন্টিফোর) নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৯ টায় প্রেস ক্লাব কার্যালয়ে ভোট প্রদান কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন পরিদর্শন করতে আসেন।

এসময় নির্বাচন পরিদর্শন করতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। সকালে তিনি প্রেসক্লাব পরিদর্শন করেন এবং নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে ড. কামরুল আহসান প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্লাবের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
 
ফলাফল ঘোষণার পর সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বলেন, একটি উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন৷

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দর্শন বিভাগের অধ্যাপক মো: জাকির হোসেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুলতানা আক্তার এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মিজানুর রহমান। সচিবের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসিব সোহেল৷ এছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হাছান তানভীর, ইনন মাহমুদ ও সাবেক সাধারণ সম্পাদক নুর হাছান নাঈম উপস্থিত ছিলেন৷

এমবি//