ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

টিউলিপের পদে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯ এএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার | আপডেট: ০৯:০৫ এএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার

চাপের মুখে সদ্য পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকির স্থলে যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে (৪৭) নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বুধবার (১৫ জানুয়ারি) তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

গত বছরের জাতীয় নির্বাচনে নির্বাচিত হন এমা রেনল্ডস। দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন তিনি। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দুর্নীতির একাধিক অভিযোগের মুখে মঙ্গলবার (১৪ জানুয়ারি) পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন তিনি। 

মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক।

মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এএইচ