ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ৩ ১৪৩১

সাইফের ওপর আক্রমণ নিয়ে কারিনার বিবৃতি, ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারির ছুরির আঘাতে গুরুতর আহত বলিউড অভিনেতা সাইফ আলী খান। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ইতিমধ্যেই শেষ হয়েছে তাঁর কসমেটিক অস্ত্রোপচার। 

কিন্তু কী ভাবে আক্রান্ত হলেন সাইফ? ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি ঢুকে পড়ার পরে তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সাইফ। সেই সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়। 

পরিবারের কয়েকজন সদস্যও সেই সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

সাইফ আক্রান্ত হওয়ার পর ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী করিনা কাপুর খান। বিবৃতিতে কারিনা বলেন, ‘সাইফ হাতে আঘাত পেয়েছেন। আর তাই হাসপাতালে ওর চিকিৎসা চলছে। পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন। পুলিশ এরই মধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে এ নিয়ে কেউ কোনো গুজব ছড়াবেন না। এ ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করছেন ও দুশ্চিন্তায় আছেন, এ কারণে আপনাদের ধন্যবাদ।’

সাইফের উপর হামলার কিছুক্ষণ পরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাইফের বাড়ির নীচেই নাকি সেটি ক্যামেরাবন্দি করা হয়েছে। যদিও ভিডিওটি সত্যতা যাচাই করা যায়নি।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির নীচে চিন্তিত মুখে ঘোরাফেরা করছেন কারিনা। তাঁর পরনে টি-শার্ট এবং পাজামা, হাতে ফোন। কারিনার সামনে দু’জন মহিলা এবং এক পুরুষকেও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে এক মহিলার সঙ্গে কথা বলতে শোনা গেছে করিনাকে। 

ভাইরাল সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে ‘ভাইরাল ভায়ানি’ নামে অ্যাকাউন্ট থেকে। 

উল্লেখ্য, মুম্বইয়ের বান্দ্রায় একটি আবাসনে থাকেন সাইফ। এই আবাসনেই অভিনেতার সঙ্গে থাকেন তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপুর। তাঁর দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ্। তবে ঘটনার সময় করিনা বাড়িতে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। 

কারণ, এই ঘটনার কিছুক্ষণ আগেই বোন করিশ্মা কাপুর এবং দুই বন্ধু সোনম কাপুর, রিয়া কাপুরের সঙ্গে ‘পার্টি’ করার ছবি দিয়েছিলেন কারিনা।

এএইচ