পেপ গার্দিওলার জন্মদিন আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার
পেপ গার্দিওয়ালা, পুরো নাম জোসেপ পেপ গার্দিওলা সালা। সর্বকালের অন্যতম সেরা কোচের নাম উঠেলে সেই তালিকার উপরের দিকেই থাকবেন স্প্যানিশ এই কোচ। কিংবদন্তী এই কোচের ৫৪তম জন্মদিন আজ।
১৯৭১ সালে ১৮ই জানুয়ারি স্পেনের সান্টপেদোরে শহরে জন্মগ্রহণ করেন এ তারকা খেলোয়াড় ও কোচ। ১৩ বছর বয়সে বার্সেলোনা ফুটবল একাডেমিতে যোগ দেন পেপ। বার্সেলোনা বি দলের হয়ে ১৯৯০ সালে কার্ডিজ সিএফের বিপক্ষে প্রথম পেশাদার ফুটবল খেলেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি এ স্পেনিয়ার্ড তারকাকে। গার্দিওলা বার্সেলোনা বি দলে খেলার পাশাপাশি মূল দলেও খেলতে থাকেন নিয়মিত।
খেলোয়াড় হিসেবে অধিকাংশ সময় বার্সায় কাটানো গার্দিওলা অবসর গ্রহণের পর বার্সেলোনা `বি` দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০০৮ সালের ৮ মে, বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ফ্রাংক রাইকার্ডের উত্তরসূরি হিসেবে গার্দিওলার নাম ঘোষণা করেন।
এতে করে, তিনি বার্সেলোনার মূল দলের ম্যানেজারের দায়িত্ব পেয়ে যান। ম্যানেজার হিসেবে তার প্রথম মৌসুমে (২০০৮–০৯) বার্সা ট্রেবল জয় করে। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসে কনিষ্ঠতম ম্যানেজার হিসেবে এই শিরোপা জেতার কৃতিত্ব গড়েন গার্দিওলা। পরের মৌসুমে গার্দিওলা সুপার কোপা, ইউরোপীয়ান সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে। তার সুবাদে এক বছরে ছয়টি শিরোপার সবগুলোই জেতে বার্সা। বার্সেলোনাকে মাত্র ৩ বছরে ১৪ ট্রফি জিতিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন।
২০১২ সালে ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পান তিনি। এরপর বার্সেলোনার কোচের পদ থেকে অব্যাহতি নেবার পর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন গার্দিওয়ালা। দায়িত্ব নিয়ে বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগার শিরোপা জিতিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই কোচ।
বায়ার্ন মিউনিখের কোচের পদ থেকে অব্যাহতি নেবার পর ২০১৬ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে কোচের দায়িত্ব পালন করছেন ৫৪ বছর বয়সী এই কোচ। তবে সাম্প্রতিক সময়ে সিটিজেনদের হয়ে খুব একটা ভালো সময় কাটছে না গার্দিওলার। বর্তমানে তার দল ম্যানচেস্টারসিটি ইংলিশ প্রিমিয়ার লিগে ২১ ম্যাচের ১০ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে।
কিংবদন্তী এই কোচের নামের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য শিরোপা ও সম্মাননা। এখন পর্যন্ত বিভিন্ন ক্লাবের কোচ হিসেবে ৩৫ টি শিরোনা জিতেছেন এই পেপ।
এমবি//