ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫,   মাঘ ৫ ১৪৩১

জাবি ছাত্রদলের সচিবকে পদবঞ্চিতদের ধাওয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিককে ধাওয়ার ঘটনা ঘটেছে। শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিতরা এ ধাওয়া করেছেন বলে জানা গেছে। তবে ধাওয়াকারীরা ছাত্রলীগ বলে দাবি করেছেন শাখা ছাত্রদলের সদস্য সচিব।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় একটি খাবার হোটেলের পাশে এ ঘটনা ঘটে। এসময় ওয়াসিম আহমেদ একটি মতবিনিময় সভা থেকে ফিরছিলেন। 

ছাত্রদল নেতাদের সাথে কথা বলে জানা যায়,  পাথালিয়া ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে গেরুয়া এলাকার এমটি হোটেলে খাবার খাচ্ছিলেন নবগঠিত কমিটির সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক। এসময় তার সঙ্গে সাক্ষাৎ করতে যায় ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় তারা কয়েক নেতাকর্মীকে বহিষ্কারের কারণ জানতে চাইলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

পরবর্তীতে অনিক তার কর্মীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার হল সংলগ্ন মোড়ে এসে জড়ো হন অনিকের সমর্থকরা। তারা মওলানা ভাসানী হল সংলগ্ন সড়কে আসলে কয়েকজন ধাওয়াকারীর সাথে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়। 

পরবর্তীতে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের নেতৃত্বে বিক্ষোভ-মিছিল করে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। মিছিলটি আ ফ ম কামাল উদ্দিন হলের সামনে থেকে শুরু করে ট্রান্সপোর্ট চত্ত্বর হয়ে পুনরায় হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

তবে ধাওয়ার ঘটনাকে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল নয়, বরং ছাত্রলীগের হামলা বলে উল্লেখ করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক। তিনি বলেন, আমরা একটি মতবিনিময় সভা শেষে গেরুয়ার একটি হোটেলে বসে খাওয়া-দাওয়া করছিলাম। এ সময় মুখোশধারী কয়েক ছাত্রলীগ নেতা আমাদের ওপর অতর্কিত হামলার চেষ্টা করে। পরবর্তীতে আমরা ক্যাম্পাসে মিছিল করি। আজকের ঘটনার সঙ্গে বহিষ্কারের কোনো সম্পর্ক নেই।

পদবঞ্চিতদের একজন নাম না প্রকাশ করার শর্তে বলেন, আমরা হাসিনা বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামে সবসময় সক্রিয় ছিলাম। তখন আমরা মিছিল মিটিংয়ে লোক ছিলাম মাত্র ১৫-২০ জন। অথচ যখন কমিটি দেওয়া হলো- ত্যাগীদের মূল্যায়নের নাম করে ১৭৭ জন রাখা হলো। এ কমিটি কী করে ত্যাগীদের মূল্যায়ন হয়? বরং ত্যাগীদের বঞ্চিত করার উদ্দেশ্যেই এ কমিটি করা হয়েছে। আমরা ত্যাগীদের প্রকৃত মূল্যায়ন চাই। 

ধাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু উল্টো অনিক আমাদের হুমকি-ধামকি দেয়। আমাদের বহিষ্কার ও দেখে নেওয়ার কথা বলে। এরকম হলে আমরা বসে থাকবো?’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অরাজকতা সৃষ্টি হয় তাহলে প্রশাসন সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। অছাত্ররা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করলে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এসএস//