ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫,   মাঘ ৫ ১৪৩১

নাপোলি ছেড়ে প্যারিসে ‘নতুন ম্যারাডোনা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার | আপডেট: ০১:৩১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার হাত ধরে ১৯৯০ সালে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন হয়েছিল নাপোলি। এরপর কেটে যায় দীর্ঘ ৩৩ বছর, নেপলস শহরজুড়ে ম্যারাডোনার মতো আনন্দের উপলক্ষ আর এনে দিতে পারেনি কেউ । তবে, সেই অপেক্ষার অবসান হয় ২০২২-২৩  মৌসুমে। আর এই শিরোপা জয়ের অন্যতম নায়ক ধরা হয় খাভিচা কাভারাৎস্খেলিয়াকে।  ক্লাবটির সমর্থকরা দিয়েগো যুগের পর জর্জিয়ান এই উইঙ্গারের মাঝেই নায়ক খুঁজে পেয়েছিলেন। নতুন ম্যারাডোনা বলতেন কেউ কেউ।  আদর করে তাকে কাভারাডোনা নাম দিয়েছিল তারা। সেই কাভারাডোনা নপোলি ছেড়ে পাড়ি জমালেন ফ্রান্সের রাজধানী প্যারিসে।

২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তিতে কাভারাৎস্খেলিয়াকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি।

ইএসপিএনের সূত্রমতে, কাভারাডোনার জন্য নাপোলিকে ৬ কোটি ইউরো দলবদল ফি দিচ্ছে পিএসজি। সঙ্গে অ্যাড অন হিসেবে থাকছে আরও ১ কোটি ইউরো। ২৩ বছর বয়সী এই উইঙ্গার নাপোলিতে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন।

জানুয়ারির শীতকালীন দলবদলে পিএসজির চুক্তি করা প্রথম খেলোয়াড় কাভারাৎস্খেলিয়াকে। ২০২২ সালে নাপোলিতে যোগ দেওয়া এই উইঙ্গারের জন্য গত মৌসুম থেকেই চেষ্টা করে আসছিল পিএসজি, বিশেষ করে যখন কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে চলে যাওয়া নিশ্চিত হয়। তবে নাপোলি তাঁকে ছাড়তে চায়নি। সর্বশেষ গত সপ্তাহে নাপোলি কোচ আন্তোনিও কন্তে জানান, কাভারাৎস্খেলিয়া তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন।

গতকাল পিএসজিতে আনুষ্ঠানিকভাবে নাম লেখানোর পর খাভিচা  বলেন, ‘এখানে আসার স্বপ্ন ছিল। প্যারিস সেন্ট জার্মেই সম্পর্কে আমি অনেক ইতিবাচক কথা শুনেছি। এখানে যোগ দিতে পেরে আমি গর্ববোধ করছি।’ পিএসজির সঙ্গে চুক্তি করার আগে কাভারাৎস্খেলিয়া নাম আলোচিত হয়েছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডে ও বার্সেলোনার সঙ্গেও।

চলতি ২০২৪-২৫ মৌসুমে নাপোলির হয়ে ১৯ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন কাভারাৎস্খেলিয়া। পিএসজিতে তাঁর অভিষেক হতে পারে আজ লিগ ‘আঁ’য় লাঁসের বিপক্ষে ম্যাচে। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি কাভারাৎস্খেলিয়াকে নিয়ে বলেছেন, ‘কাভারাৎস্খেলিয়া শুধু বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম রোমাঞ্চকর ফুটবলাই নয়, দলের জন্য লড়াকু ও সাহসী মেজাজেরও খেলোয়াড়।’

ফরাসি লিগে পিএসজি এখন ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই ৭ পয়েন্ট পেছনে। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে লুইস এনরিকের দলের অবস্থান দোদুল্যমান। ৬ রাউন্ড শেষে পিএসজির অবস্থান ৩৬ দলের মধ্যে ২৫ নম্বরে। শেষ ষোলোর জন্য প্লে-অফ খেলতে হলেও ২৪-এর মধ্যে থাকতে হবে। চ্যাম্পিয়নস লিগে পিএসজির পরবর্তী ম্যাচ সামনের বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

এমবি//