ঢাকা, রবিবার   ১৯ জানুয়ারি ২০২৫,   মাঘ ৫ ১৪৩১

দু’দিন ধরে পণ্যবাহী তিনটি বোট আটকে রেখেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার


মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় দুদিন ধরে তিনটি পণ্যবাহী কার্গো বোট দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আটকে রেখেছে।

আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বোটগুলো ছাড়া হয়নি। 

এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে কার্গো বোট দুটি আটকে রাখে আরাকান আর্মি। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্য রয়েছে। 

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘মিয়ানমার থেকে পণ্যবাহী কার্গো বোটগুলো আসার পথে আরকান আর্মি আটকে রেখেছে। আজ শনিবার পর্যন্ত বোট গুলো ছেড়ে দেয়নি। 

এসব বোটগুলো টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় তল্লাশির কথা বলে তারা তিনটি কার্গো আটকে রাখে বলে জানান তিনি।

এএইচ