বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ৩ আরোহী নিহত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার
বান্দরবানে ডাম্পারের (মিনি ট্রাক) সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে আলীকদম উপজেলার ২নং চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলীকদমের বেলাল উদ্দিন (৩৫), সৈয়দ আকবর (৩৪) ও মিনহাজ (৩৫)।
স্থানীয়রা জানান, আলীকদম থেকে একটি ডাম্পার (মিনি ট্রাক) কক্সবাজারের চকরিয়ায় যাচ্ছিল। অপরদিক থেকে একটি মোটরসাইকেল ৩ জন আরোহী নিয়ে আলীকদমের দিকে আসছিল। এসময় তারাবনিয়ায় পৌঁছালে ডাম্পার (মিনি ট্রাক) ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ৩ আরোহীর মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ হয়েছে।
এএইচ