ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২৫,   মাঘ ৬ ১৪৩১

হাসিনার পেটোয়া বাহিনী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : বকুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২৫ রবিবার

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে সত্যি, কিন্তু তার পেটোয়া বাহিনী এখনো বাংলাদেশে রয়েছে। সেই পেটোয়া বাহিনী আর অবৈধ টাকা দিয়ে এখনো আমাদের সমাজকে কলুষিত করার চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

রোববার (১৯ জানুয়ারি) ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’র পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রকিবুল ইসলাম বকুল বলেন, গণতন্ত্র রক্ষা আন্দোলন শেষভাগে চলে এসে। অন্তর্বতীকালীন সরকার অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুক। জনগনের ভোট জনগন দিক। একটি জবাবদিহি সরকার প্রতিষ্ঠিত হোক। মানুষের মাঝে স্বস্তি ফিরে আসুক। তা না হলে হাসিনার পেটোয়া বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্রে সফল হবে বলে আমরা আশঙ্কা করছি। 

তিনি আরও বলেন, যদি নির্বাচন দিতে বিলম্বিত হয়, দেশে নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে- বিভিন্ন স্থানে অরাজকতার সৃষ্টি হচ্ছে। এই অরাজকতা বাড়তে থাকবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার আহবান জানিয়েছেন তিনি।

বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা বলেন, বিগত ১৭ বছর ছাত্ররা মাঠমুখী হতে পারেনি। পড়ালেখামুখী হতে পারেনি। কারণ ফ্যাসিষ্ট শেখ হাসিনা আর তার পেটোয়া বাহিনীর দমন-পীড়ন নীতি। ছাত্রদের হাতে বই তুলে দেবার বদলে তারা মাদক তুলে দিয়েছিল। খেলাধুলা সামগ্রীর বদলে তারা অস্ত্র তুলে দিয়েছিল। সেই ধারা থেকে আমরা ফিরিয়ে এনেছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম।

এসএস//