ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২৫,   মাঘ ৭ ১৪৩১

ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২০ জানুয়ারি ২০২৫ সোমবার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, মানুষের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। 

সোমবার (২০ জানুয়ারি) ঢাকার সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ভোটের অধিকার প্রতিষ্ঠায় আজ থেকে শুরু হল উল্লেখ করে
 সিইসি বলেন, এই অধিকার প্রতিষ্ঠা করার কাজ নির্বাচন কমিশনের। এই অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ ভোটার হালনাগাদ। যেদিন ভোটাররা নির্ভয়ে নিজের ভোট দিতে পারবেন পছন্দের প্রার্থীকে, সেদিনই ভোটের অধিকার ফিরে পাবে এ দেশের জনগণ।

সব অনিয়মের বিরুদ্ধে জনগণকে সামাজিক ও জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোটের বাক্স যেন কেউ দখল করতে না পারে। ভোটের দিন যেন কেউ ভোটকেন্দ্র দখল না করতে পারে সেজন্য জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। 

আজ সোমবার থেকে ‘সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দিব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে  নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে ইসি।


এমবি//