খুলনায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১২ এএম, ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুলনা মহানগরীর ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদার নিহত হয়েছেন। এ ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ
সোমবার বেলা ১১টার দিকে তাকে ছুরিকাহত করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।
নিহত মানিক নগরীর রেলওয়ে নৌকা কলোনির মোঃ মনসুর হাওলাদারের ছেলে।
নিহতের আত্মীয়-স্বজন জানান, বেলা ১১টার দিকে পুরাতন রেলস্টেশন রোডে জিআরপি থানা নিকটেই এ ঘটনা ঘটে। মানিক সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত কথা কাটাকাটির এক পর্যায়ে তার বুকেও পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন মানিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে নিহতের জানিয়েছেন তারা।
চিকিৎসকের বক্তব্য, তার বুকে ও পেটে বড় ধরনের আঘাত থাকার কারণে তার মৃত্যু হয়েছে।
এঘটনার সাথে জড়িত সন্দেহে সাজ্জাদ নামের একজনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রশাসনের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, নগরীর পুরাতন রেলওয়ে রোড এলাকায় ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে আটক করা হয়েছে। তবে নিরাপত্তা বিঘ্নিতের আশঙ্কায় এই মুহূর্তে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না।
পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
এএইচ