ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫,   মাঘ ৮ ১৪৩১

‘সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি নন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০ এএম, ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার | আপডেট: ১১:২৮ এএম, ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার

সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে আটক করে মুম্বাই পুলিশ। আটককৃত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে বাংলাদেশি নাগরিক ও তিনি অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন বলে সংবাদমাধ্যমকে জানায় মুম্বাই পুলিশ। 

তবে পুলিশের দাবিকে নাকচ করে দিয়ে হামলাকারী ব্যক্তির আইনজীবী সন্দীপ শিখান সাংবাদিকদের বলেন, তাদের কাছে কোনো প্রমাণ নেই যে তিনি বাংলাদেশি।

তিনি আরও বলেন, পুলিশের দাবি যে অভিযুক্ত ছয় মাস আগে মুম্বাইতে এসেছেন, কিন্তু সেটা ভুল কথা। তিনি এখানে ৭ বছরের বেশি সময় ধরে পরিবারের সঙ্গে মুম্বাইতে আছেন।

আরেক আইনজীবী দীনেশ প্রজাপতি বলেছেন, পুলিশ যে কারণ দেখিয়ে শেহজাদকে হেফাজতে নিতে চেয়েছিল, তা যথেষ্ট নয়। অভিযুক্তের সমর্থনে আমরা বলেছিলাম, তার কাছ থেকে কিছুই উদ্ধার করা হয়নি। পুলিশ এমন কোনো নথি দেখাতে পারেনি, যা প্রমাণ করে সে বাংলাদেশি নাগরিক।

এর আগে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছেন। অভিযুক্ত জানতেন না যে তিনি সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করছেন।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পুলিশ অভিযুক্ত ব্যক্তির ১৪ দিনের রিমান্ডের জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। কিন্তু আদালত পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন। ২৪ জানুয়ারি পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকবেন।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি দিবাগত মধ্যরাতে নিজ বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী তাকে ছুরি দিয়ে মারাত্মকভাবে জখম করেন। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাইফ আলি খানকে। অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।

এসএস//