নাটোরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার
নাটোরের লালপুরে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। আর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
এসএস//