ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫,   মাঘ ৮ ১৪৩১

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বিওএস) ৮১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবুকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে ডা. ওয়াকিল আহমদকে আহ্বায়ক, ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লবকে সদস্যসচিব ও ডা. তাজুল ইসলাম রবিকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।

সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব স্থাপন এবং অর্থোপেডিক বিষয়কে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে ১৯৭৯ সালের ২৪ আগস্ট প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি। দীর্ঘ ৪৬ বছরের ইতিহাসে বিওএস দেশের মানুষের অর্থোপেডিক সমস্যার সমাধান ও তা নিরসনের লক্ষ্যে যেমন ঐক্যবদ্ধ থেকেছে তেমন সামাজিক কর্মকান্ডও পরিচালনা করে গেছে।

আহ্বায়ক ডা. ওয়াকিল আহমেদ ও সদস্যসচিব ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লব এক যৌথ বিবৃতিতে বিওএস- এর কর্মকান্ড দিয়ে বাংলাদেশের মানুষের জন্য আরও কল্যাণকর কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা তারুণ্যের শক্তিকে এগিয়ে নিতে আরও দক্ষতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, ‘আহ্বায়ক কমিটিতে স্বনামখ্যাত উপদেষ্টারা রয়েছেন, যুগ্ম আহ্বায়করা এদেশের পরিচিত মুখ, যুগ্ম সদস্যসচিব ও সদস্যদের নিয়ে আমাদের আগামীর বিওএস হয়ে উঠবে প্রাণবন্ত। আমরা সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

এসএস//