সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে আটক ২০
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৪ পিএম, ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকা দিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে অবস্থানকালে এক দালালসহ ২০ জন মালয়েশিয়াগামীকে আটক করেছে নৌবাহিনী।
সোমবার (২০ জানুয়ারি) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর আইএসপিআরের গণসংযোগ কর্মকর্তা বলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে কয়েকটি ঘরে অনেক ভিকটিম অবস্থান করছে- এমন উক্ত সংবাদ পেয়ে নৌবাহিনীর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে একজন দালাল, দুইজন বাংলাদেশি নাগরিক ও ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।
আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে
এসএস//