বইমেলায় আসছে থ্রিলার উপন্যাস ‘মৃত্যু কখনো কখনো জরুরী হয়’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার
আসছে বইমেলায় উপলক্ষে প্রকাশ করা হয়েছে থ্রিলার উপন্যাস মৃত্যু কখনো কখনো জরুরী হয়। সাংবাদিক ও লেখক জামশেদ নাজিমের লেখা এটি পঞ্চম উপন্যাস। একটি গল্পের গল্প উপন্যাসের রচনার মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন জামশেদ নাজিম। অপরাধ বিষয়ক সাংবাদিকতার ফলে তার লেখা উপন্যাসগুলো অল্প সময়ের মধ্যে পাঠক প্রিয়তা পেয়েছে।
লেখক জমশেদ নাজিম জানান, আসছে বইমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত হবে ‘মৃত্যু কখনো কখনো জরুরী হয়’। উপন্যাসটি শুরু হয়েছে, সাত সকালে রাজধানীর কাকরাইলে মোড়ে একটা খাম্বার সাথে মুন্ডহীন ঝুলন্ত লাশ উদ্ধার করা দিয়ে। এই লাশের তদন্ত শুরু করতে গিয়ে একের পর এক নতুন ঘটনা উদঘাটন হয়। রাজধানীতে ভিখারিদের সিন্ডিকেট, একটি ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে গোয়েন্দা সংস্থার সদস্যদের মধ্যে ভুলবোঝাবুঝি, পথের ভিখারি থেকে এমপি মন্ত্রী পর্যন্ত বিভিন্ন অপরাধের সম্পৃক্ততাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের চিরন্তন চিত্র তুলে ধরা হয়েছে।
উপন্যাসটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া গ্রামের একটি মেয়ের চাকরি ও সবকিছু ঠিকঠাক থাকার পরও ভালোবাসার মানুষটিকে ভালোবেসে দূরে সরিয়ে রাখা, পেশাগত জীবনে দেশ-বিদেশের নাইটক্লাবে হাসি আনন্দের পাশাপাশি বেদনা সিক্ত অনেক কিছুই জানতে হবে পাঠকদের।
উপন্যাসটি সম্পর্কে প্রকাশক আদিত্য অন্তর আশাবাদী হয়ে বলেছেন, জামশেদ নাজিমের লেখা নিষিদ্ধ নাগরিক উপন্যাস দিয়ে ইত্যাদি গ্রন্থ প্রকাশের লেখক হন জামশেদ নাজিম। নিষিদ্ধ নাগরিক উপন্যাসটি বই মেলায় ভীষণ পাঠক টেনেছে। এক মাসের মধ্যেই উপন্যাসটির দুটি মুদ্রণ শেষ হয়ে যায়। পরের বছর বই মেলা ওই উপন্যাসটি সমান তালে বিক্রি হয়েছে। নিষিদ্ধ নাগরিকের পাশাপাশি মৃত্যু কখনো কখনো জরুরী হয় উপন্যাসটি আরো বেশি পাঠক প্রিয়তা পাবে।
লেখক জামশেদ নাজিম বলেন, পাঠক তালিকা দিনে দিনে লম্বা হচ্ছে। অন্যান্য উপন্যাসের তুলনায় ‘মৃত্যু কখনো কখনো জরুরী হয়’ উপন্যাসটিতে লেখার ধরণ দারুন হয়েছে। পাঠক প্রতিটি পৃষ্ঠার পূর্ণাঙ্গ থ্রিলারের মজা পাবেন। সে জন্য বলাই যায়, এই উপন্যাসটি পাঠক প্রিয়তা বেশি পাবে।
এর আগে তৃতীয় উপন্যাস ‘আবেগ জল ডুবি’ উপন্যাস বাংলাদেশ ও ভারতের বাংলা বইয়ের পাঠকদের কাছে দারুন সাড়া ফেলে।
লেখকের দ্বিতীয় উপন্যাস ‘গল্পটির বাকি অংশ’ পাঠক প্রিয়তা পাওয়ার পর থেকে এ লেখক পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি লেখালেখিতে পুরোপুরি মনোনিবেশ করেন।
এছাড়া পরবর্তীতে ২০২২ সালে ‘নিষিদ্ধ নাগরিক’ উপন্যাস পৃথকভাবে অমর একুশে বইমেলা ঢাকার ইত্যাদি গ্রন্থ প্রকাশ ও আন্তর্জাতিক বই মেলায় কলকাতার অভিযান পাবলিসার্স থেকে প্রকাশিত হয়।
ভারত ও বাংলাদেশের অপরাধ, গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ড এবং দুই দেশের সামাজিক চিত্র তুলে ধরায়, উপন্যাসটি দুই দেশে সমানভাবে পাঠক প্রিয়তা পেয়েছে। ওই বছরেরর বই মেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশের বেস্টসেলার হয় উপন্যাসটি।
এসএস//