ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫,   মাঘ ৮ ১৪৩১

‘ভারত বলবে দুলাভাই পেঁয়াজ নেন, আমরা বলব নেহি খায়েঙ্গে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার

দেশের যুবকেরা উৎপাদনমূখী হলে ভারতের দিকে চেয়ে থাকতে হবে না বলে মন্তব্য করেছেন ভারতের আগ্রাসন ও আমদানি রপ্তানি নিয়ে মুরব্বি খ্যাত মোশতাক ফয়েজী। তিনি বলেন,  বর্ডারে কাঁটাতারের কাছে এসে  তারাই বলবে ‘দুলাভাই পেঁয়াজ নেন, আমরা বলব নেহি খায়েঙ্গে’। পেঁয়াজ পচনশীল কত দিন তারা জমা করে রাখবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুনামগঞ্জের দোয়ারাবাজার বোগলা ইউনিয়নে বাগানবাড়ি ওয়াজ মাহফিলে এসব মন্তব্য করেন মোশতাক ফয়েজী।

তিনি বলেন, ভারতের আগ্রাসন আমরা মানি না। ভারত বলেছে আমাদেরকে গরু দিব না আমরা কি গরু না খেয়ে আছি। আমাদের শিক্ষিত যুবকেরা গরুর খামার করে দেখিয়ে দিয়েছে যে ভারতের গরুর প্রয়োজন নেই। 

মুরব্বি খ্যাত মোশতাক ফয়েজী বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। ইচ্ছে করলেই যেমন প্রতিবেশী হওয়া যায় না, ঠিক তেমনি প্রতিবেশী বদলানোও যায় না। ছাত্র জনতা এটা জানে কীভাবে প্রতিবেশী দেশকে শিক্ষা দিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে এই সিলেট-সুনামগঞ্জের আওতায় যতগুলো মন্দির ছিল আমাদের মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে বিধান করা লাগে। মুসলমানরা সেটা প্রমাণ করে দিয়েছিল।

তিনি আরো বলেন, আমাদের দেশে সকল সম্প্রদায়ের মানুষের একমাত্র পরিচয় তা হলো আমরা বাংলাদেশি।

এমবি//