ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫,   মাঘ ৯ ১৪৩১

কোনাবাড়িতে আগুনে পুড়ল তিনটি ঝুটের গোডাউন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৪ এএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার

গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টায় চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তার আগেই পুড়ে গেছে তিনটি ঝুট গোডাউনের মালামাল।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত। সেই আগুন রাত সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকার একটি ঝুট গোডাউনে  আগুন লাগে। পরে তা পার্শ্ববর্তী কয়েকটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, প্রায় ২ ঘণ্টা চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় তিনটি ঝুট গোডাউনের মালামাল আগুনে পুড়ে যায়। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

এএইচ