ভারতে ট্রেন থেকে ঝাঁপ, নিহতের সংখ্যা বেড়ে ১২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০১ পিএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার
ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২ জন হয়েছে। খবর বার্তা সংস্থা পিটিআই’র।
বিশেষ পুলিশ মহাপরিদর্শক দত্ত কারলে পিটিআই’কে জানিয়েছে, মহারাষ্ট্রের জাগরণ জেলায় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বুধবার (২২ জানুয়ারি) লখনৌ থেকে মুম্বাই চলাচলকারী ট্রেন পুষ্পক এক্সপ্রেসে আগুন ধরেছে বলে সন্ধ্যার দিকে গুজব ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই ট্রেনের যাত্রীরা আতংকে রেললাইনে লাফিয়ে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বহু হতাহত হন।
দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। মুম্বাই থেকে ৪০০ কিলোমিটারের বেশি দূরে পাচোরোর পারধাদে রেলওয়ে স্টেশন অবস্থিত।
রেলওয়ের একজন কর্মকর্তা বলেন, পুষ্পক এক্সপ্রেস লখনৌ থেকে মুম্বাই যাওয়ার পথে যাত্রীরা চেন টেনে ট্রেনটি থামায়। লোকজন ট্রেন থেকে লাফিয়ে পড়েন। তখন কর্ণাটক এক্সপ্রেস তাদের পিষে যায়। আগুন নাকি অন্য কোনও গুজব ছড়ানো হয়েছিল, আমরা তা তদন্ত করে দেখছি। তবে প্রাথমিকভাবে ট্রেনে আগুন লাগার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাতিল ঘটনাস্থলে পৌঁছেছেন বলে রাজ্যের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
এসএস//