ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫,   মাঘ ১০ ১৪৩১

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু, আতঙ্কে ৪ কোটি মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩ এএম, ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

গতকাল বুধবার (২২ জানুয়ারি) প্রথম পূর্ণ দিবস অফিস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই দিনই শুরু হয়েছে দেশটিতে নথিপত্রহীন অবৈধ অভিবাসীদের ধরপাকড়।

দেশটির সংবাদমাধ্যমে বরাতে জানা গেছে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিভিন্ন জায়গায় অবৈধ অভিবাসী সন্দেহভাজন প্রায় ৩শ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। সন্দেহ হলেই ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছে তারা। 

আইসিই- এর নেতৃত্বে একটি মাল্টি-এজেন্সি বোস্টন, ডেনভার, ফিলাডেলফিয়া, আটলান্টা, সিয়াটেল, ওয়াশিংটন, ডিসি এবং মিয়ামির আশেপাশে অপরাধীদের গ্রেপ্তার করেছে।
 
এর আগে শপথ গ্রহণের পর নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অঙ্গীকার পালন করতে ক্ষমতা গ্রহণের পরই নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প।

জানা গেছে, নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকায় সাদা পোশাকে অভিযান চালিয়ে গতকাল বুধবার চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। যদিও তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিরাপত্তার কারণে তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি মঈন চৌধুরী।

তিনি জানান, বুধবার সকালেই তিনি গ্রেপ্তারের সংবাদ পেয়েছেন। তিনি সকল বাংলাদেশিকে বৈধ আইডি সাথে রেখে চলাফেরা করার পরামর্শ দেন।

ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা মিডিয়াকে জানান, আইসিই তাদের নিয়মিত কাজ করবে, গতকাল বুধবার থেকে শুরু হয়েছে, অবৈধদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া চলতে থাকবে।

এদিকে ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, বিদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যুক্তরাষ্ট্রে অনেক বেশি। সেই তথ্য বলছে, বিদেশে জন্মগ্রহণকারী চার কোটি ৭৮ লক্ষ মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করেন যা মোট মার্কিন জনসংখ্যার ১৪.৩ শতাংশ।

এই তালিকায় সবার প্রথমে রয়েছে মেক্সিকো থেকে আসা মানুষ। সেখানকার এক কোটি ছয় লক্ষ মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস করেন। অন্যদিকে, সেখানে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা ২৮ লক্ষ এবং চীন থেকে আসা মানুষের সংখ্যা ২৫ লক্ষ।

প্রসঙ্গত, অভিবাসী কর্মচারীর সংখ্যা রেকর্ড পরিমাণ হলেও যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার ফলে সে দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়নি।

এসএস//