সাইফের ওপর হামলার গল্প ‘বিশ্বাসযোগ্য নয়’, দাবি তসলিমার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:২০ পিএম, ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে এক আঁততায়ী ঢুকে পড়ে। শুধু তাই নয়, অভিনেতাকে রীতিমত আঘাত করেছে সেই ব্যক্তি। ছুরি গেঁথে যায় অভিনেতার পিঠে। এতে করতে হয় অপারেশন। এবার সেই বিষয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন। তাঁর দাবি এই 'গল্প' বিশ্বাসযোগ্য নয়।
বৃহস্পতিবার ফেসবুকে সাইফ আলি খানকে নিয়ে একটি পোস্ট করেন তসলিমা নাসরিন। পোস্টে তিনি লেখেন, ‘সাইফ আলি খানের কোনও গল্পই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। যে লোকটাকে ধরা হয়েছে, আর যে লোকটাকে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, তারা এক লোক বলে মনে হচ্ছে না। বিখ্যাত এবং ধনাঢ্য মানুষদের বিল্ডিংয়ে কোনও সিকিউরিটি গার্ড নেই, বিশ্বাস করা যায় না।’
বাংলাদেশি লেখিকা আরও লেখেন, 'সবচেয়ে বেশি অবিশ্বাস্য, সাইফকে ছুরিকাঘাত করার পর বিল্ডিং থেকে নির্বিঘ্নে চোর বাবাজি বেরিয়ে গেল। হেঁটে ১১ তলার সিঁড়ি পার হল, গেট পার হল। না দারোয়ান, না সাইফের বাড়ির কোনও কাজের লোক, কেউ এসে তাকে আটকাল না। সইফকে হাসপাতালের পথে সঙ্গ দিতে হল সাত বছর বয়সী তৈমুরকে। তাও আবার অটোয়। কারিনা অথবা কোনও আত্মীয় বা প্রতিবেশী কেউ গাড়ি চালিয়ে নিয়ে গেল না হাসপাতালে, বিশ্বাসযোগ্য নয়।’
তিনি লেখেন, ‘সাইফের মেরুদণ্ডের খুব কাছে নাকি আড়াই ইঞ্চি গভীর পর্যন্ত ঢুকে গিয়েছিল ছুরি। অস্ত্রোপাচার হয়েছে দীর্ঘ ছয়ঘণ্টা, স্পাইনাল ফ্লুইড বেরিয়ে গিয়েছিল, আইসিইউতেও ছিলেন। যদিও চারদিন পর সাইফকে দেখে মনে হয়নি তাঁর আদৌ কিছু হয়েছে।’
পরিশেষে তসলিমা লেখেন, ‘খুব অদ্ভুত লাগছে যে সাইফ আলি খান জানিয়ে দিচ্ছেন না কী ঘটেছিল সে রাতে, যাকে গ্রেফতার করা হয়েছে, সে অপরাধী কিনা। তিনিই জানেন কী উদ্দেশ্য ছিল চোরের, শুধুই চুরি করা নাকি অন্য কিছু।’
এএইচ