ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১১ ১৪৩১

‘অধিকারের প্রশ্নে কোনো আপোস নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে।

সকাল সাড়ে ১১টা থেকে পবিত্র কোনআন তোলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় সমাবেশ।

সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি’, ‘শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে’, ‘শিক্ষক সমাজ জেগেছে’, ‘তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক’, ‘ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’- এমন নানা স্লোগান দিতে দেখা যায়।

তারা বলছেন, প্রাথমিকের শিক্ষকদের বেতন কাঠামো ১৩তম গ্রেড থেকে উন্নীত করে ১০ গ্রেড করার দাবিতে তারা এই সমাবেশ করছেন। এর আগেও বিভিন্ন সময় স্মারকলিপি দেয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বলে জানান।

সমাবেশে অংশ নেয়া এক শিক্ষক বলেন, আমরা লজ্জিত যে আমাদের এই আন্দোলনে নামতে হয়েছে। শিক্ষকরা কেন মাঠে নামবে, আমরা কেন মাঠে নামব, এটাতো আমাদের ন্যায্য অধিকার। আমরা যে টাকা বেতন পাই, বর্তমান সময়ে সেই টাকা দিয়ে চলা অসম্ভব। ২০২১ সাল থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ আন্দোলন চলবে।

মুন্সিগঞ্জ থেকে আসা সুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শারমিন রহমান বলেন, শিক্ষকের মান যদি উন্নয়ন না হয়, তাহলে কিভাবে শিক্ষার গুণগত মান ঠিক হবে। তিনি বলেন, শিক্ষকের বেতন কম, সম্মান কম, মাস শেষে পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। শুধু দশম গ্রেড নয়, আমরা শতভাগ বিভাগীয় পদোন্নতিও চাই।

কুমিল্লা থেকে আসা টি সাহেববাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরমান হাসিব বলেন, আমরা বিভিন্ন সময়ে দশম গ্রেডের দাবি জানিয়ে আসছি। আমাদের একটাই দাবি, আমরা রাষ্ট্রের তৃতীয় শ্রেণির কর্মচারী হয়ে থাকতে চাই না। অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ, যেন আমাদের দাবি দ্রুত সময়ে মেনে নেয়া হয়। শিক্ষকদের তৃতীয় শ্রেণিতে রেখে সুন্দর দেশ গড়া সম্ভব না বলেও জানান তিনি।

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার জন্য সমাবেশে শপথ বাক্য পাঠ করেন আন্দোলনরত শিক্ষকরা।  শপথ বাক্য পাঠ করান ফরিদপুরের বোয়ালমারী ভিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাজেদুল হক বাবুল।

তারা শপথ নেন, 
‘আমি শপথ শপথ করিতেছি যে, শিক্ষার্থী উন্নত জীবনমান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবো। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞা হয়ে অর্পিত দায়িত্ব পালন করবো। পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের জীবন মান উন্নয়নে ১০ম গ্রেড বাস্তবায়নের যেকোনো আন্দোলন সংগ্রামে, সংকটময় মুহূর্তে, ঐক্যবদ্ধ থাকবো। আমরা আমাদের অধিকারের প্রশ্নে কারো সঙ্গে কোনো আপোশ করবো না।

হে প্রভু আমাদের শক্তি দিন, আমরা যেন জাতি গঠনে ও আমাদের মর্যাদার লড়াইয়ে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পারি। দুর্নীতিমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে পারি। আমিন।’

এসএস//