ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১১ ১৪৩১

গাজায় ৩ ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০০ পিএম, ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে দখলদার ইসরায়েলকে সহযোগিতা করার জন্য গাজায় তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের স্বধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম ‘গাজা নাউ’ মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশ করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।

ভিডিওটিতে দেখা গেছে, হামাসের কয়েক ডজন যোদ্ধা, যাদের অনেকের গায়ে পোশাক ছিল, তারা মাটিতে শুয়ে থাকা তিনজনকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। এই তিনজনই ফিলিস্তিনি নাগরিক। কিন্তু গত ১৫ মাস গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালিয়েছে, এতে সহযোগিতা করেছেন তারা।

ভিডিওটির শিরোনামে লেখা হয়, ইহুদিবাদী দখলদারদের এজেন্টদের শাস্তি দেয়ার মুহূর্ত। যারা আমাদের কয়েক হাজার ফিলিস্তিনিদের হত্যা করেছে।

এদিকে ইসরায়েলের সঙ্গে যারা কাজ করে বা কোনো ধরনের সহযোগিতা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকে হামাস। এর সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর এসব দোষীদের দণ্ড প্রকাশ্যে গুলি করার মাধ্যমে কার্যকর করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এমন অসংখ্য ইসরায়েলি সহযোগীদের গুলি করে দণ্ড কার্যকর করা হয়েছে।

গত ররিবার (১৯ জানুয়ারি) ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপর আবারো প্রকাশ্যে আসা শুরু করে হামাসের যোদ্ধারা। এমনকি যদ্ধবিরতির পরপরই হামাস সরকারের পুলিশ সদস্যদের পোশাক পরা অবস্থায় গাজার বিভিন্ন সড়কে দেখা যায়। সেখানে ট্রাফিক থেকে শুরু করে আইনশৃঙ্খলা সবকিছু নিয়ন্ত্রণ করা শুরু করেন তারা।

এসএস//