২৯ এ পা রাখছে প্রাচ্যনাট, থাকছে মাসব্যাপি আয়োজন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
আগামী ২১ ফেব্রুয়ারি ২৯ বছরে পদার্পণ করছে প্রাচ্যনাট। ২৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে প্রাচ্যনাট আয়োজন করতে যাচ্ছে মাসব্যাপী নানা আয়োজন।
মাসব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিনে, ১ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্ত হবে প্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা ‘পুলসিরাত’।
নাটক প্রদর্শনীর পূর্বে সন্ধ্যা ৬:০০ টায় থাকছে প্রদীপ প্রজ্জলন ও উদ্ধোধনের গান।
৭ ফেব্রুয়ারি প্রাচ্যনাট মহড়া কক্ষে থাকছে উঠান নাটক ও মজমা(আমন্ত্রিতদের জন্য)। ঐ দিন সন্ধ্যা ৭ টায় প্রাচ্যনাট মহড়া কক্ষে মঞ্চস্ত হবে নাটক: রিড ইন দ্যা নেম অফ মাই ডেথ। রাত ৮ টায় থাকছে মাজমা (গান ও আড্ডা)।
১৫ ফেব্রুয়ারী আকতারুজ্জামান ইলিয়াস স্মরনোৎসবে বগুড়া শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭ টায় মঞ্চস্ত হবে নাটক খোয়াবনামা।
১৬ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে খোয়াবনামা নাটকটির আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
২১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৫:০০-৬:০০ টায় মহিলা সমিতির বাহিরাঙ্গনে থাকছে অকেষ্ট্রা পারফর্মেন্স ও প্রাচ্যনাটের গান। সন্ধ্যা ৭:০০ টায় মহিলা সমিতি মঞ্চে মঞ্চস্ত হবে নাটক কিনু কাহারের থেটার।
২২ ফেব্রুয়ারী বিকাল ৪:০০ টায় বাংলাদেশে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলের বহিরাঙ্গনে অনুষ্ঠিত হবে উন্মুক্ত আলোচনা। এবং সন্ধ্যা ৭:০০ টায় এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্ত হবে টরেন্টো থিয়েটার ফোকস্,কানাডার নাটক এক জুড়া জুতা।
২৩ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭:০০ টায় এক্সপেরিমেন্টাল হলে টরেন্টো থিয়েটার ফোকস্,কানাডার ‘এক জুড়া জুতা’ নাটকটি আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
২৮ ফেব্রুয়ারী মাসব্যাপী এই আয়োজনের সমাপনী দিনে বাংলাদেশে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকাল ৩:০০ টায় শিশুদের জন্য থাকছে নানা আয়োজন। থাকছে চিল্ড্রেন থিয়েটার শো. পাপেট শো. ওয়ার্কশপ ।
সন্ধ্যা ৫:০০ টায় থাকছে প্রাচ্যনাটের বন্ধু সংগঠন গুলোর পথনাটক প্রর্দশনী এবংলোকশিল্পীদের পরিবেশনা । ৭:০০ টায় থাকছে বন্ধু গানের দলের পরিবেশনা।
এছাড়াও ঐ দিন চিত্রশালা মিলনায়তনের উন্মুক্ত গ্যালারীতে প্রাচ্যনাটের সকল চিত্রশিল্পী ও আলোকচিত্রীদের শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এসএস//