সীমান্তে গ্রেপ্তার হলেন সাদ্দাম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ফরহাদ হোসেন সাদ্দাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার দাঁতভাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় গরুটি জব্দ করা হয়েছে।
আটক সাদ্দাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের আফতার হোসেনের ছেলে ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গ্রপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক শামছুল হক।
শামছুল হক বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৪ নম্বর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেতারচর এলাকা থেকে ফরহাদ হোসেন সাদ্দাম নামের এক চোরাকারবারিকে আটক করে দাঁতভাঙ্গা বিওপির টহলরত সদস্যরা।
তিনি আরও বলেন, আটক সাদ্দামের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে রৌমারী থানায় মামলার মাধ্যমে তাকে সোপর্দ করা হয়েছে। ভারতীয় ওই গরুর মূল্য ১ লাখ টাকা ধরা হয়েছে।
রৌমারী থানার ওসি লৎফর রহমান বলেন, বিজিবি ভারতীয় একটি গরুসহ এক ব্যক্তিকে থানায় সোপর্দ করেছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ওই গরুসহ আসামিকে কুড়িগ্রাম আদালতে তোলা হবে।
এমবি//