ঢাকা, সোমবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৫,   মাঘ ২০ ১৪৩১

ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে ৫ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি 

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। 

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের দুই যাত্রী মারা যান। পরে হাসপাতালে আরও তিন জনের মৃত্যু হয়। 

নিহতদের মধ্যে চার জনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামে। ঘটনার পর পুলিশ দুঘর্টনা কবলিত দুটি গাড়িকে আটক করেছে। 

নিহতরা হলেন- সায়মা আক্তার ইতি, শামীমা ইয়াসমিন, সোহেল ভূঁইয়া, ও শিশু আয়ান। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী। প্রাইভেটকার যোগে ঢাকার ডেমরা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। 

এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হলেও চালক পলাতক বলেও জানায় পুলিশ।

এএইচ