ঢাকা, সোমবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৫,   মাঘ ২০ ১৪৩১

‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার

বিশ্বমানের স্টিল রিবার উৎপাদনকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার-২০২৪’-এর মূল পর্ব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই ফ্ল্যাগশিপ ইভেন্টের মাধ্যমে, জিপিএইচ তাদের চ্যানেল পার্টনারদের বাৎসরিক পারফর্ম্যান্সের ভিত্তিতে বিশেষ সম্মাননা প্রদান করে থাকে। 

‘মহারাজ দরবার ২০২৪’-এ বিশ্বসেরা কোয়ান্টাম স্টিলের বাজারজাতকরণ, জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর ও বি৬০০ডি-আর-এর বাজার সম্প্রসারণ, বছরব্যাপি বিক্রয়ের ধারাবাহিক সাফল্য ধরে রাখা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৪ সালের সেরা পারফর্ম্যান্সের ভিত্তিতে চ্যানেল পার্টনারদের সম্মাননা প্রদান করা হয়। জিপিএইচ-এর ১৮৫ জন চ্যানেল পার্টনার এই ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে থেকে সেরা ১০ জনকে মহারাজ সম্মাননা এবং পরবর্তী সেরা ১০ জনকে মহাবীর সম্মাননা দেওয়া হয়। 

এছাড়াও, প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে ১৮ জন চ্যানেল পার্টনারকে ‘বীরপ্রতাপ’ উপাধিতে সম্মানিত করা হয়।

এছাড়াও চ্যানেল পার্টনারদের সন্তানদের জিপিএ-৫ সম্মাননা এবং তাদের মায়েদের "কৃতি মা" সম্মাননা প্রদান করা হয়।

দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে চ্যানেল পার্টনার দের পরিবার নিয়ে জিপিএইচ ফ্যামিলি নাইট ২০২৪’ অনুষ্ঠিত হয়, যেখানে চ্যানেল পার্টনারদের পরিবারও আমন্ত্রিত ছিলেন। এ আয়োজনে চ্যানেল পার্টনার ও তাঁদের পরিবারের অংশগ্রহণে বিভিন্ন গেইম-শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং গেইমের বিজয়ী ও অংশগ্রহণকারীদের বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

/আআ/