আলোচনায় শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৩ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
একুশে বইমেলার প্রথম দিনে বাংলা একাডেমিতে স্থাপন করা শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ময়লা ফেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে কেউ তার পক্ষে অবস্থান নিয়েছেন, আবার কেউ কঠোর সমালোচনা করেছেন।
এ বিষয়ে রোববার (৪ ফেব্রুয়ারি) নিজের অবস্থান স্পষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যাখ্যামূলক স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
এদিকে, রোববার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনের ছবি পোস্ট করেন। যেখানে লেখা- নগরবাসী! যেখানে সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন।
উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টটি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
রুনা নামের একজন লিখেছেন, ‘আমার লাইফে দেখা সবচেয়ে সুন্দর ও সেরা ডাস্টবিন এটা।’ হামিদুর রহমান লিখেন, ‘স্বৈরাচারী মহিলার স্থান ওই ডাস্টবিন। ওকে ওখানেই মানায়।’ আখতার খান লিখেছেন, ‘অসাধারণ’। মুহাম্মদ তোফায়েল আহমেদের মন্তব্য, ‘দারুন উদ্যোগ, খুব সঠিক বিচার করছেন।’
মোহাম্মদ সাকিবের দাবি, ‘স্বৈরাচার হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন প্রতিটি শহর, বন্দর, উপজেলা, ইউনিয়ন, বাজার এবং গ্রামেগঞ্জে সরকারিভাবে রাখার ব্যবস্থা করা হোক।’
এরকমভাবে বিভিন্নজন অনেক ধরনের মন্তব্য করেছেন।
এএইচ