দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ১১:২০ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন।
সোমবার ভোর ৬টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে একটি হাইয়েস মাইক্রোবাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফৌজদারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুছড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন এসে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটির যাত্রীদের উদ্ধার করে। এতে মামুন নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর এক নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অনান্যদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ি দুটি আটক করেছে।
এএইচ