ছেলেকে নিয়ে ছেড়ে দিল বাস, ৯৯৯-এ ফোনকলে উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোনকলে এক শিশুকে উদ্ধার করে তার বাবার কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ।
রোববার রাতে ময়মনসিংহ সদর ট্রাফিক বিভাগ ওই শিশুকে উদ্ধার করে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, কলার ও তার ছয় বছর বয়সী ছেলে শেরপুরগামী একটি বাসের যাত্রী ছিলেন। পথে গাজীপুর চৌরাস্তা এলাকায় বাসটি যাত্রী নিতে দাঁড়ালে বাবা কিছু কেনাকাটার জন্য বাস থেকে নামেন। কিন্তু কেনাকাটা শেষে ফিরে এসে দেখতে পান বাসটি তার ছেলে সন্তানকে নিয়ে চলে গেছে।
এ সময়, ওই ব্যক্তি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন এবং তার ছেলেকে উদ্ধারের জন্য সহায়তা চান। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কনস্টেবল নাজমুল। তিনি বিষয়টি ময়মনসিংহ জেলা পুলিশকে জানান। এরপর ৯৯৯ ডিসপাচার এসআই মোজাফফর হোসেন উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ময়মনসিংহ সদর ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন।
এরপর, পাটগুদাম বাসস্ট্যান্ডে পুলিশ ময়মনসিংহগামী বাসটি থামিয়ে ছেলেশিশুটিকে উদ্ধার করে তাদের জিম্মায় নেয়। শিশুটির বাবা ময়মনসিংহ পৌঁছানোর পর তাকে বুঝিয়ে দেওয়া হয়।
এমবি//