বিশ্বের সর্বোচ্চ বায়ুদূষণ আজও ঢাকাতেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৭ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার
দিনদিন বায়ুদূষণ বাড়ছে দক্ষিণ এশিয়ায়। প্রতি বছর শীতকাল এলেই আরও ভয়ংকর হয়ে উঠছে এই অঞ্চলের বায়ু। গবেষণা বলছে, বৈশ্বিক বায়ুদূষণের হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। দূষণ থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না এই অঞ্চলের দেশগুলো। বায়ু দূষণে থেমে নেই বিশ্বের অন্যান্য অঞ্চলেও। প্রতিদিনই কোনো না কোনো কারণে বাংলাদেশের রাজধানী ঢাকায়ও বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। আজ টানা তিনদিন বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে ঢাকা। গত রবি ও সোমবারের সকালের মতো আজ মঙ্গলবারও ঢাকা বায়ুদূষণে বিশ্বের শীর্ষে আছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৫১। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে কল্যাণপুর (৪৩৯), মিরপুরের ইস্টার্ন হাউজিং-২ (৩৯৪), ঢাকার মার্কিন দূতাবাস (৩৭৯)।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। এই শহরটির দূষণ স্কোর ২৪৮ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এবং ভারতের দিল্লি রয়েছে পাঁচ নম্বরে। এই শহরটির দূষণ স্কোর ২১৪ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এমবি//