ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫,   মাঘ ২৩ ১৪৩১

‘আরশ কেঁপেছে, মানুষের মন কেঁদেছে কিন্তু হাসিনার হৃদয় কাঁপেনি’

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম পরওয়ার বলেছেন, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ ও মৃত মানুষকে পুড়িয়ে মারাসহ নানা অত্যাচার-নির্যাতনে আল্লাহর আরশ কেঁপেছে, মানুষের মন কেঁদেছে কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। 

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ গ্রন্থের মোরগ উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কোটা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদেরকে রাজাকার বলে শেখ হাসিনা দাম্ভিকতা দেখিয়েছেন। হাসিনার সেই দাম্ভিকতাই তার পতনের কারণ হল।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদরা কোন দলের নয়, তারা জাতীয় সম্পদ, জাতীয় বীর। 

দ্বিতীয় স্বাধীনতার শহীদ গ্রন্থ সম্পর্কে তিনি বলেন, ২৩টি গ্রুপে বিভক্ত হয়ে জামায়াতের টিম সকল শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে ৭১৭ জনের তথ্যসম্বলিত আড়াই হাজার পৃষ্ঠার এই ১০ খণ্ডের বই প্রকাশ করেছে। এখনো তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। আরও ৯৩ জনের তথ্য নিয়ে বই সংকলনের কাজ চলছে। যতক্ষণ তথ্য আসবে শহীদদের সংকলন ততক্ষণ চলতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিত্বে খুলনা মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাগেরহাট জেলা জামাতের আমীর মাওলানা রেজাউল করিম, খুলনা জেলা জামাতের আমীর মাওলানা ইমরান হোসাইন প্রমুখ।

এএইচ