ঢাকা, বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫,   মাঘ ২৩ ১৪৩১

কী ঘটতে যাচ্ছে ৩২-এ, পিনাকীর কথাই কি সত্যি হচ্ছে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার | আপডেট: ০৮:০৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

দিল্লীতে বসে ছাত্র-জনতার উদ্দেশ্য শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে আজ রাতে শহরে 'মার্চ টু ধানমন্ডি বত্রিশ' কর্মসূচি পালিত হতে যাচ্ছে। মিছিলটি বুধবার রাত (৫ ফেব্রুয়ারি) ৮টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি বত্রিশ অভিমুখে যাত্রা করার কথা রয়েছে।

মিছিলে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ নানা রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষেরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এর সঙ্গে একাত্বতা প্রকাশ করে তার ফেসবুক স্ট্যাটাসে বলেনঃ "আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে"

এর মধ্যে দেশে নৃশংসতম গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে আপামর ছাত্র-জনতা। দিল্লিতে বসে তার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগ আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় রাজধানীর ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ডাক দেওয়া হয়েছে।

গণহত্যাকারী হাসিনার ভাষণ দেয়ার ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ হাজার হাজার নেটিজেনকে বুলডোজার মিছিলের ডাক দিতে দেখা গেছে।

বুলডোজার মিছিলের পক্ষে ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় একটু পরপর পোস্ট করে জানিয়ে দিচ্ছেন আর তিন ঘণ্টা,দুই ঘণ্টা।

ইতোমধ্যে বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য  আজ ধানমন্ডি ৩২ নিয়ে তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে ,পোস্ট করেছেন।

বাংলাদেশ সময় বিকাল ৪ টা ৫ এ পোস্টে পিনাকী বলেন,কাডাল রানী লাইভে যাবে যখন তখন সবাই যান ৩২ নাম্বারে। বাকী কাম সাইরা আইসেন এইবার।

লাখে লাখে মানুষের কথা উল্লেখ করে পিনাকী আরো বলেন,লাখে লাখে মানুষ আসেন ধানমন্ডি ৩২ নাম্বারে। আওয়াজ তোলেন থাকবে না, ৩২ নাম্বার থাকবে না।

ইতোমধ্যে ছাত্রজনতা ধানমন্ডি ৩২ এর বুলডোজার মিছিলের ডাক দিয়েছে।এখন দেখার বিষয় ছাত্রজনতার সেই বুলডোজার মিছিল পিনাকীর কথার সাথেই বাস্তবে মিলে যাচ্ছে কিনা তা এখন দেখার বিষয়।

এসএস//