ইলিয়াস হোসেনের পোস্ট
‘আপার বক্তব্যের তালে তালে বুলডোজার চলবে’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/21-2502051608.jpg)
ধানমন্ডি-৩২ অভিমুখে 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' বুলডোজার মিছিল কর্মসূচির একটি ফটোকার্ড শেয়ার করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুকে লিখেছেন, ‘আপার বক্তব্যের তালে তালে বুলডোজার চলবে।’
উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দিয়েছেন। এর প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা।
বুধবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্টে বলা হয়, ধানমন্ডি-৩২ অভিমুখে 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' বুলডোজার মিছিল। হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে আজ রাত ৯টায় এ কর্মসূচি পালিত হবে।
এসএস//