ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

বেরোবিতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবের ম্যুরাল

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০৮ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় বুলডোজার নিয়ে ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া। 

এর আগে রাত ১০টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে ‘বিজয় ২৪’ এবং বঙ্গবন্ধু ম্যুরালের ‘নামমুক্ত মঞ্চ’ দেন। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভেঙে ফেলা হলেও এখনো কোনো নাম দেয়নি তারা। 

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা বেরোবিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও শেখ পরিবারের কোনো চিহ্ন রাখা হবে না। ফ্যাসিস্ট হাসিনা আজকে দিল্লিতে বসে ভাষণ দিয়ে মানুষকে উস্কানি দিচ্ছে। তা কোনভাবেই ছাত্রজনতা মেনে নেবে না। 

এএইচ