ডেভিড বিসলিরের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলাইনার গভর্নর ডেভিড বিসলিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। ওই সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান অংশ নেন।
বিএনপির ফেইসবুক পেইজে ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরা হয়েছে।
সেখানে বিসলি সম্পর্কে লেখা হয়, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি গভর্নর বিসলি। তিনি রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং ২০২০ সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্যে নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার পান। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন।
এমবি//