ঢাকা, সোমবার   ১০ ফেব্রুয়ারি ২০২৫,   মাঘ ২৮ ১৪৩১

মাদ্রিদ ডার্বিতে জয় পেল না কেউই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার

লা লিগায় বছরের প্রথম ডার্বিতে মুখোমুখি হয়েছিল মাদ্রিদের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ।  তবে জয়ের দেখাই পায়নি রিয়াল ও অ্যাতলেতিকোর কোন দল। লিগের এই ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়। সেইসঙ্গে রেফারির সিদ্ধান্ত নিয়ে জন্ম হয়েছে বিতর্কের। প্রথমার্ধের সাদামাটা ফুটবলের মাঝে তার চরম বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। এতে যেন রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগই প্রমাণিত হয়েছে বলে মনে করছেন অনেকে।

গতকাল শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩৫ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে আতলেতিকো এগিয়ে যাওয়ার পর ৫০ মিনিটে এমবাপ্পের ওই গোলেই ম্যাচে সমতা আনে রিয়াল। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ। তবে প্রথমার্ধে পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল আতলেতিকো। এই পেনাল্টি ঘিরেই চলছে তুমুল বিতর্ক।

রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের আগে থেকে আলোচনা ছিল রেফারির সিদ্ধান্ত নিয়ে। লা লিগায় আগের ম্যাচে এস্পানিওলের কাছে হারের পর রেফারি নিয়ে প্রশ্ন তুলেছিল রিয়াল মাদ্রিদ। প্রতিউত্তরে বিদ্রুপের মন্তব্য করেছিলেন লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। রিয়ালও জানায় পাল্টা প্রতিক্রিয়া। অ্যাটলেটিকোও রেফারির পক্ষ নিয়ে বিবৃতি দেয়। এবার মাদ্রিদ ডার্বিতেও রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ রিয়াল।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টিতে গোল করে এগিয়ে যায় অ্যাটলেটিকো। আর এই পেনাল্টি ঘিরেই সৃষ্টি হয়েছে বিতর্ক। ৩১ মিনিটে রিয়ালে ডি বক্সে বাঁ দিক থেকে আসা ক্রস নিয়ন্ত্রণে নিতে পা বাড়ান অ্যাটলেটিকোর স্যামুয়েল লিনো। একই সময়ে পা বাড়ান রিয়াল ডিফেন্ডার অরেলিয়া চুয়ামেনি। তার বাড়ানো পা গিয়ে লাগে লিনোর পায়ে, তার আগেই অবশ্য বল বেরিয়ে যায়।

বিতর্কটা এখানেই। সময় নিয়ে মনিটরে দেখতে যান রেফারি। ফিরেই পেনাল্টির সঙ্কেত দেন রেফারি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রিয়াল ডাগআউট থেকে। পরে স্পট কিকে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে নেন জুলিয়ান আলভারেজ।

গোলের জন্য দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া হয়ে উঠে রিয়াল। ৫০ মিনিটে রদ্রিগোর বাড়ানো বল পেয়ে বক্সের মুখ থেকে জুড বেলিংহামের শট রক্ষণে প্রতিহত হয়। ফিরতি বল বক্সের মাঝামাঝিতে পেয়ে ডান পায়ের শটে সমতা টানেন এমবাপে। পরে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

ম্যাচ শেষে বিতর্কিত পেনাল্টি নিয়ে বিরক্তিও প্রকাশ করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, ‘আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না। পেনাল্টি দিয়েছিল ভিএআর। রেফারি খুব কাছ থেকেই ঘটনা দেখেছিল। আমি এ রকম আরেকটা পেনাল্টি দেখলাম অ্যাথলেটিক-জিরোনা ম্যাচে। ফুটবলের মানুষজন এ সব বুঝে না। আমি এখন বিতর্কের মধ্যে যেতে চাই না, যেটা এর মধ্যেই অনেক বড় হয়ে গেছে।’

ম্যাচ ড্র হলেও পয়েন্ট তালিকার শীর্ষে থাকছে রিয়াল। ২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৪ জয় ও ৭ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।

এমবি//